
যশোরের এসএম কামরুজ্জামান চুন্নু জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি এবং অ্যাডভোকেট মোশাররফ হোসেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। কামরুজ্জামান চুন্নু তৃতীয়বারের মতো সহসভাপতি নির্বাচিত হলেন।
এসএম কামরুজ্জামান চুন্নুকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন শ্রমিক লীগ যশোর জেলা শাখা। একইসাথে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নবগঠিত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আজম খসরুসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি জবেদ আলী, আজিজুল আলম মিন্টু, মুজিবুল হক, সাইফুর রহমান, বাবুল করিম বাবলু, মোর্তজা হোসেন, হাসান ইকবাল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, আরিফুল ইসলাম, শাহানুর রহমান, আলমগীর হোসেন, জামাল হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, সৈয়দ লিটন, আনিচুর রহমান বিপুল, এসএম সাঈদ সিদ্দিকী চিরু, টিপু সুলতান, দপ্তর সম্পাদক মিথুন চ্যাটার্জী, অর্থ সম্পাদক আব্দুর রব মিঠু, শিক্ষা সম্পাদক মহাসিন আলম, শ্রম সম্পাদক সেলিম রেজা পান্নু, আইন সম্পাদক মোসাদ্দেক এলাহী টিপু, মহিলা সম্পাদিকা ফাতেমা খানম, সদস্য মশিয়ার রহমান, মহব্বত উল্লাহ, মুকুল হোসেন, সেলিম রেজা মিঠু, আবুল কাশেম, মাসুদ রানা মাসুম, ইসাহক আলী, সিরাজ মিয়া, বলয় মদক, সদর উপজেলা শ্রমিক লীগের আবুল কাশেম ও আব্দুর রশিদ।