
যশোরের শার্শায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার শার্শার সম্বন্ধকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বরূপজান (৫৫) ওই গ্রামের নূর মোহাম্মদ টকির স্ত্রী। অভিযুক্ত মাদকাসক্ত তৌহিদকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
হাসপাতাল সূত্র জানায়, শার্শার সম্বন্ধকাঠি গ্রামের রাজমিস্ত্রি নূর মোহাম্মদ টকির ছেলে তৌহিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। বৃহস্পতিবার সকালে মা স্বরূপজান রান্না করছিলেন। এ সময় ছেলে তৌহিদ নেশা করার জন্যে মায়ের কাছে টাকা চায়। অভাবি স্বরূপজান নেশার টাকা দিতে অস্বীকার করলে তৌহিদ তার মায়ের মাথায় দা দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেল পাঁচটায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে, সম্বন্ধকাঠি গ্রামের লোকজন বুরুজবাগান মাঠ থেকে নেশাখোর তৌহিদকে ধরে পুলিশে খবর দেয়। পরে শার্শার এসআই ফারুক হোসেন তাকে থানায় নিয়ে যান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, তৌহিদকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।