
১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিল্প ও বাণিজ্যিক শহর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নৌযান শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যাণ্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যাণ্ড সংলগ্ন নৌযান শ্রমিক অফিসের সামনে এসে শেষ হয়। পরে সংগঠনের নগরবাড়ি শাখার উপদেষ্টা জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রমিক নেতা শাহ মারুফ আহমেদ। প্রধান বক্তা ছিলেন ইমরান হোসেন মাস্টার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নৌযান শ্রমিক ফেডারেশন মোংলা পোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক সজিব ড্রাইভার, সিরাজুল ইসলাম ড্রাইভার, হাসমত মাস্টার, লাভলু মাস্টার, আহাদ মাস্টার, ইয়াছিন মাস্টার, নাজমুল হুসাইন এবং নিয়ামুল হক রিকো।
বক্তারা বলেন, আটক দু’ নৌযান শ্রমিক নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া ঘোষিত ১১ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।