
যশোরে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করোনা পরীক্ষা বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে ও ল্যাব জীবাণুমুক্ত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডক্টর তানভীর ইসলাম।
এদিকে, বৃহস্পতিবার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, দুশ’ ১৪টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৭ হাজার ছয়শ’ ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৭ হাজার তিনশ’ ৪০ জনের। রিপোর্ট পাওয়া গেছে চার হাজার ৬৩ জনের। সুস্থ হয়েছে তিন হাজার নয়শ’ দু’জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।