
গিরামের এক লোক কুকড়ো পুইষতো। তার খোপে পুষা কুকড়ো গুলো পেত্তেকদিন এট্টা কইরে ডিম পাইড়তো। একদিন কার এক ফোস শুইনে লোকটা বিয়ান বেলায় খোপেত্তে কুকড়োগুলো বাইরো কইরে খাতি দিয়ার আগে কচ্চে, বাসিমুকি এট্টা কতা কচ্চি কান খুইলে শুইনে রাকো। কালকেত্তে স¹লির এট্টার বদলি দুডো কইরে ডিম পাড়তি হবে। শুইনে সব কুকড়ো কাউমাউ কইরে উইটে কচ্চে, সে কি কতা পেত্তেকদিন কি কইরে দুডো কইরে ডিম পাড়বো? ইডা কি সম্ভব? মালিক কচ্চে কি কইরে পাড়বা সিডা তুমাগের বিষয়। আমার পেত্তেকদিন দুডো ডিম চাই ইডাই শেষ কতা। যে দিতি পারবে না তারে বিয়ান বেলায় উইটেই বটির তলায় দিয়ে দেব কলাম। তাই কইয়ে খাবার দাবার দিয়ে লোকটা কাজে কামে চইলে গেলি সব কুকড়োগুলো নিজিরা কি শলা পরামশশো কইরে চুপচাপ যে যার মতো চইলে গ্যালো। সন্দ্যে বেলায় লোকটা কুকড়ো খোপের দরজা দিয়ার আগে দেকায় দেকায় হাইতনেয় বইসে বটিতি ধার দিলো। পইটে দিয়ে লাবদি লাবদি কচ্চে কাল বিয়ানে দুডো কইরে ডিম না পালি দেব বটির তলায়। ভয় ধরায় দিয়ে খোপের দরজা দিয়ে ঘুমোয় গেচে লোকটা। পদ্দিন বিয়ান বেলায় খোপ খুইলে দেকে কুকড়ো দশটা, কিন্তুক ডিম উনিশটে। তাই দেইকে মালিকির মিজাজ খাররা। গ্যাঙায় কচ্চে কিডা এট্টা ডিম পাড়িচিস স্বীকার যা, নাইলি কিন্তু কপালে দুক্কু আচে। তফাতে দাড়ানো কুকড়োডা চিউ চিউ কইরে কচ্চে আমি এট্টা পাড়িচি। মালিকা গলা চড়ায় কচ্চে হারামজাদা এই দিক আয়, আগে ক’ সবাই দুডো ডিম পাড়লে তুই এট্টা পাড়লি ক্যান? সত্যি কতা ক’ নাই দিলাম বটির তলে। কুকড়োডা ভয়তে ভয়তে কচ্চে আমিতো মুরগী না মোরগ। তাও তুমার ভয়তে জোরজার কইরে এট্টা পাড়িচি, আর পাইরে দিলাম না!
একন ঘরে বাইরি চারিদিকি ইরাম নানা চাপে পড়তি হচ্ছে আমাগের। যা করা সম্ভব না, চাপে চ্যাবডা হইয়ে তাও কত্তি হচ্চে! তবু মানসির মন মাইটে কিচ্চু পাওয়া যাচ্চে না, আলাম কনে মলাম যে !
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩