
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর আটকের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শহীদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাঈফ, এম আইউব।
মানববন্ধনে বক্তারা বলেন, রুহুল আমিন গাজীকে সরকারের ইশারায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। বক্তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানান।