
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুর রহমান রিজভী সংবর্ধিত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক সম্মাননা পদক পাওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি অভয়নগর উপজেলা শাখা ডাক্তার মাহামুদুর রহমান রিজভীতে সন্মাননা জানায়। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাজী এম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন যশোর জেলা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন,অভয়নগর উপজেলা শাখার সভাপতি সাফিয়া খানম,গ্রাম ডাক্তার ফজলে রাব্বি, শিবপদ শুভ, রবিউল ইসলাম, এনামুল ইমন, মফিজুর রহমান, মহন বিশ্বাস, মোশারফ হোসেন এবং আব্দুর রশিদ শেখ।
আলেচনা সভা শেষে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহামুদুর রহমান রিজভীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।