
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশারীঘাটা গ্রামের কৃষক খলিলুর রহমান শেখ ও তার পরিবারের সদস্যরা এক ইউপি মেম্বরের রোষানলে পড়ে ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার হচ্ছেন।
শনিবার সকাল ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় কান্নাজড়িত কন্ঠে তিনি অভিযোগ করে বলেন, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বর জাহাঙ্গীর হোসেন চাপরাশী তার লোকজন দিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৮ সেপ্টেম্বর একই গ্রামের লুৎফর রহমানকে দিয়ে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মারপিটের মামলা দায়ের করান।
তিনি ওই ঘটনার দিন এলাকায় ছিলেন না। সন্ধ্যার পরে বাড়ি থেকে তাকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। যে কারণে ২৯ দিন তার জেল হাজতে থাকতে হয়েছে। এলাকার প্রভাবশালী এ ষড়যন্ত্রকারীরা মামলা দিয়েও ক্ষ্যান্ত হয়নি। একের পর এক বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে।
অসহায় কৃষক খলিলুর রহমান পৈত্তিক সম্পত্তি রক্ষার্থে ইউপি সদস্য ও তার লোকজনের বিরুদ্ধে বাগেরহাট জেলা বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ২৭ আগস্ট একটি মিস কেস দায়ের করেন। আদালত ওই জমিতে শান্তি শৃংখলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেন। প্রভাবশালী ওই মহলটি মামলা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে তার জমিতে জোরপূর্বক পাকা সীমানা নির্ধারণ পিলার তুলেছে। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন মহলের আশু দৃষ্টি কামনা করেছেন।