
মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কবি ফররুখ আহমেদ স্মৃতি পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবি ফররুখ আহমদ স্মৃতি পাঠাগারের সভাপতি সৈয়দ রিপন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল।
সাইফুজ্জামান শিখর এমপি বলেন, কবি ফররুখ আহমদ বাংলাদেশের জাতীয় সম্পদ, মাগুরার গর্ব। আগামীতে ব্যাপকভাবে ‘মধুমেলা’ বা জসীমমেলার’ আদলে ফররুখ আহমদের জন্মদিন বা মৃত্যুদিন উপলক্ষে ‘ফররুখমেলা’র আয়োজন করা হবে। তাঁর ‘পাঞ্জেরী’ কবিতা স্বাধীনতা পূর্বকালে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। তাঁর অন্যান্য রচনাবলীও বাঙালির জাতির মনন গঠনে দীর্ঘকাল ধরে পাথেয় হয়ে থাকবে।
উল্লেখ্য, আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ হাতেম আলী। মা বেগম রওশন আখতার। তিনি ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।