
যশোর জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি লাইজু জামান বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার দুপুরে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান।
এসময় এমপি কাজী নাবিল আহমেদ নতুন নেতৃত্বকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচনে আপনাদের প্রতি যে আস্থা রেখেছেন তা কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহসভাপতি দেলোয়ারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহানা আক্তার, দিল আফরোজ ইতি। জেলা যুব মহিলালীগের মঞ্জুন্নাহার নাজনিন সোনালীও এসময় উপস্থিত ছিলেন।