
ঝিনাইদহের মহেশপুরে একই পরিবারে নারীসহ পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়াল একশ’ একজনে। শুক্রবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বিষয়টি মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে আক্রান্তরা মহেশপুর উপজেলার নস্তি গ্রামের বাসিন্দা। তারা বাড়িতে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, মহেশপুরে একশ’ একজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে তিনজন মারা গেছেন। ৬৬ জন সুস্থ হয়েছেন এবং ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।