পাইকগাছায় কপোতাক্ষ নদে ভাঙন : আতঙ্কে ৫ গ্রামের মানুষ
এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) থেকে :
Published : Saturday, 24 October, 2020 at 2:43 PM
খুলনার পাইকগাছার বোয়ালিয়া এলাকার কপোতাক্ষ নদের ভাঙন ভয়াবহ আকার ধারন করেছে। যে কোন সময় দুটি ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। এলাকাবাসী ওয়াবদার বাঁধটি সংস্কারের জন্য খুলনা-৬ এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।জানা যায়, উপজেলার হিতামপুর মৌজার ১৬ নম্বর পোল্ডারের কপোতাক্ষ নদের হিতামপুর স্লুাইচ গেট সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে নদের চরসহ ওয়াপদার বাঁধের বেশির ভাগ এলাকায় নদের গর্ভে বিলিন হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী কে অবহিত করলে তিনি তাৎক্ষনিক পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী (এসও) ফরিদ উদ্দীনকে ভাঙন কবলিত এলাকায় পাঠিয়ে খোঁজ-খবর নেন।এ দিকে ভাঙ্গন দেখা দেয়ায় কপিলমনি ইউনিয়নের আগড়ঘাটা, সিলেমানপুর ও গদাইপুরের হিতামপুর, চরমলই, মেলেকপুরাইকাটির মানুষ চরম আতঙ্কে রয়েছে। ক্ষতিগ্রস্ত হবে চিংড়ী ঘের, শিক্ষ প্রতিষ্টান, মসজিদ, মন্দির, ফসলি জমি, কাঁচা ঘরবাড়ী, মুরগি ফার্ম। পাইকগাছা উপ-সহকারী প্রকৌশলী ফরিদউদ্দীন বলেন, ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে উপজেলা নিবাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীসহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই বাঁধের কাজ শুরু হবে। স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু জানান, ভাঙন কবলিত এলাকার ভিতর দিয়ে ৩শ’ মিটারের বিকল্প বাঁধ তৈরি করার পরিকল্পনা নেয়া হয়েছে।