
এক রাজা শিকারে বেরোবেন। যাওয়ার আগে তিনি মুন্ত্রী মশায়রে জিগ্যেস কল্লেন, আজকের আবহাওয়া কিরাম? পতে ঝড় বিষ্টি হবে না তো? মুন্ত্রী মশায় পন্ডিতগের মতো গুনে পইড়ে কলেন, না রাজা মশায় আজ ঝড় বিস্টি হওয়ার কোন সুম্ভাবনাই নেই। মুন্ত্রীর কতায় বিশ্বাস রাইকে রাজা মশায় যাচ্চেন শিকারে। যাওয়ার সুমায় গিরামের এক ধুপার সাথে দেকা। রাজারে শিকারে যাতি দেইকে ধুপা কচ্চে, রাজা মশায় খুব আয়েশ কত্তি কত্তি তো শিকারে চলেছেন, ঝড় বিস্টির দিনি কি কোন শিকার পাবেনেন? শুইনে রাজা মশায় খাররা। কচ্চে মুন্ত্রী গুইনে পইড়ে কইয়ে দেলে আজ আবহাওয়া চমেতকার। ঝড় বিস্টি হওয়ার কোন সুম্ভাবনাই নেই। আর সামান্য এক ধুপা কচ্চে আজ বিশাল ঝড় বিস্টি হবে! ধুপা যাতি যাতি কচ্চে গরীবির কতা বাসি হলি ফলে।
ওমা সত্যি সত্যি খানিক দূর যাতিই সব্বরাশে ঝড় বিস্টির কবলে পড়লো রাজা। আগাম কোন পোস্তুতি না থাকায় ভেলায় গ্যালো শিকার। ঝড় বিস্টিতি ভিইজে নাকাল হইয়ে আসলেন প্রাসাদে ফিরে। রাইগে মাইগে রাজা টঙ। প্রাসাদে ফিরেই রাজা ঘোষণা দেলেন মুন্ত্রীরে বরখাস্ত করা হইলো। আর তার জাগায় মুন্ত্রী করা হইলো গিরামের সেই ধুপারে, যে আগাম কইলো আজ ঝড় বিস্টি হবে। দু’দিন যাওয়ার পর রাজার হটাস মনে হইলো বিস্টির খবর দুপা জাইনলো কিরে শুনা দরকার। তিনি নতুন মুন্ত্রীরে ডাইকে শোনলেন ফ্যারাডা কি, কি কইরে বুজিলে আজ ঝড় বিস্টি হবে? নতুন মুন্ত্রী আললাদে আটখান হইয়ে কচ্চে, রাজা মশায় যকন ঝড় বিস্টি লাবার সুমায় আসে তকন আমার গাধার কান নড়ে। গাধার কান নড়া দেইকেই বুজিলাম এট্টু পরে ঝড় বিস্টি হবে। এই কথা শুইনে রাজা এবার নতুন মুন্ত্রী বরখাস্ত করার ঘোষণা দেলেন। ইবার তার জাগায় নতুন মুন্ত্রী হলেন সেই কান নাড়ানো গাধাডারে!
ইডা লোকমুকি শুনা ইট্টা গল্প। কত বিষয়ে কত খাইন বাইদে যাচ্চে কিন্তু কারো মুকি কোন রা দেকতিচি নে। অথচ একাকজন সব বড় বড় পদ আর চিয়ার বাগায় নিয়ে বইসে আচে। তারা যদি এট্টু গা ঝাড়া দেই তালি কি আর ইরাম দশা হয় আমাগের। কিডা কার ভরসায় আচে কিডা জানে! ইনকেজ যদি সাপোজ ধরেন কোন জাগার সাতে ঘটনাডা হটাস কইরে মিইলে যায়, তালি কিন্তুক সিডা আমার দোষ না কলাম।
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩