
যশোরে মোটরসাইকেলযোগে গাঁজা বিক্রির সময় সমর মল্লিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার পাঁচবাড়িয়া মাঝের পাড়া কলেজের পূর্ব পাশের মধুসুদন মল্লিকের ছেলে। তার কাছ থেকে তিনশ’ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার এস আই শাহিনুর ইসলাম জানিয়েছেন, ২৫ অক্টোবর বিকেল ৫টায় সাড়াপোল ভাতুড়িয়া গ্রামের মধ্যবর্তী কালাবাঘা চৌরাস্তা এলাকায় একজন মোটরসাইকেলযোগে গাঁজা বিক্রি করছে বলে সংবাদ আসে। পুলিশ তার দখলে থাকা তিনশ’ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত বাজাজ সিটি মোটরসাইকেলসহ (যশোর হ -১৪-৬৭৪৭) সমরকে আটক করে।