
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে? তা জানতে উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকসহ শিক্ষার্থীরা। তবে জানা গেছে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে শিগগিরই উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বিভিন্ন মিডিয়াকে বলেছেন, এবার বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সেই সিদ্ধান্ত হয়েছে, তবে পরীক্ষা অনলাইনে হবে, নাকি সরাসরি হবে- তা এখনও চূড়ান্ত হয়নি।
সব বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে সমন্বতি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিশ্ববিদ্যালয় ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, এবারও তারা আলাদভাবে ভর্তি পরীক্ষা নেবে। রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও সেই পথে হাঁটছে। বড় পাঁচটি বিশ্ববিদ্যালয় এবারও গুচ্ছ পদ্ধতিতে না এলে কী হবে, সেই প্রশ্নে অধ্যাপক আলমগীর বলেছেন, এই পাঁচটি বিশ্ববিদ্যালয় আগে থেকেই আলাদা ছিল, তাদের এক জায়গায় আনা যায়নি, তাদের মন এখনও গলেনি। তাদেরকে বাইরে রেখেই ৩৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকি ৩৪টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে তিনটি গুচ্ছ করা হয়েছে। কৃষি, ইঞ্জিনিয়ারিং এবং সাধারণ সায়েন্স ও টেকনোলজি নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা করা হচ্ছে। পরীক্ষাটা কীভাবে হবে বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে বসে চূড়ান্ত করা হবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নিয়ে এর আগে একটি সভায় বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষ থেকে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার একটি সফটওয়্যার দেখানো হয়েছিল।
কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে না থাকার পেছনে সেসব বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে। আমরা মনে করি, বিষয়টিতে দ্রুত সিদ্ধান্ত হওয়া দরকার।