
কোটচাঁদপুরে মালবাহী দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর খুলনার সাথে সারা দেশের নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার রাত দু’টোর দিকে সাফদারপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে একটি মালবাহী ডাউন ট্রেন নওয়াপাড়ার উদ্দেশ্যে সাফদারপুর স্টেশনে ঢোকার সময় বিপরীত দিক থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি-২১ আপ ট্রেনটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পার্বতীপুরগামী ট্রেনটি সিগন্যাল ছাড়াই ওভারস্যুট করে স্টেশনে ঢুকে যায় বলে তিনি জানান। দুর্ঘটনায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান, ওই দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার মঙ্গলবার ভোর ছয়টার দিকে ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে সকাল ১১টা ৪০ মিনিটে এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।