
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র সদস্যদের মিষ্টিমুখ করিয়েছেন বিবিজি সদস্যরা। সোমবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি পাঠানো হয় বিএসএফ ক্যাম্পে।
৫৮ বিজিবির উপঅধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান জানান, সোমবার বিকেলে ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএসএফ এর তিনটি ব্যাটালিয়ন ও ২৮টি বিএসএফ ক্যাম্পে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি প্রদান করা হয়।
এগুলো প্রতি বছরই করা হয় বলে জানান বিজিবি উপঅধিনায়ক। তিনি বলেন, এটা হল ভ্রাতৃত্বের বন্ধন। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও আন্তরিকতা বৃদ্ধি পায়। তাছাড়া, এটা বাঙালি সংস্কৃতির একটা দিকও যে, নিজেদের উৎসবে অন্যকেও খুশি করা।