যশোরের কেশবপুরে পরিবারের উপর অভিমান করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন (১১) বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার গড়ভাঙ্গা গ্রামে। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করানো হচ্ছে। হাসপাতালে শিশুটিকে ওয়াশ করানোর সময় বাইরে পরিবারের লোকজনদের আহাজারি করতে দেখা যায়। চিকিৎসাধীন শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামের সোহেল মোল্লার ছেলে সবুজ হোসেন দাদির উপর অভিমান করে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের বাইরে তার বাবা সোহেল মোল্লা, মা সালমা বেগম, দাদি আলেয়া বেগমসহ আত্মীয় স্বজনদের আহাজারি করতে দেখা যায়। হাসপাতালে ওয়াশ করার পর শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সবুজ হোসেন গড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এলাকার ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার বলেন, পরিবারের সদস্যদের উপর অভিমান করেই ওই শিশুটি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান বলেন, শিশুটি চিকিৎসাধীন রয়েছে। বর্তমান সে আশঙ্কামুক্ত।