
ত্বকের নানা সমস্যার মধ্যে ব্রণ সমস্যা একটি। আর অতিরিক্ত ব্রণের ফলে সৃষ্টি হয় গর্ত। নারী-পুরুষ উভয়েরই এই সমস্যা হয়ে থাকে। ব্রণের গর্ত দূর করতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন যা ত্বকের জন্য ক্ষতিকর।
দুটি ঘরোয়া উপাদানে সহজেই ব্রণের গর্ত দূর করতে পারেন।
হলুদ ও লেবুর প্যাক
একটি পাত্রে এক চামচ লেবুর রস ও এক চা চামচ হলুদ নিন। এ ক্ষেত্রে কাঁচা বা গুঁড়া যে কোনো হলুদ ব্যবহার করতে পারেন। দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। প্যাকটি ভালো করে মুখে লাগান। বিশ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে ময়েশ্চারাইজার ক্রিম অথবা লোশন লাগিয়ে নিন।
খেয়াল রাখবেন
প্যাকটি মুখে লাগানো অবস্থায় চুলার কাছে যাবেন না। হলুদ ও লেবু দুটো উপাদানই ফটোসেন্সিটিভ। তাই ঘুমানোর আগে প্যাকটি ব্যবহার করুন। এটি ত্বকের লালচে ভাব, গর্ত, র্যাশ ইত্যাদি দূর করতে বেশ কার্যকর।
টানা দুই সপ্তাহ এই প্যাক ব্যবহারে ব্রণের গর্ত তো দূর হবেই সেসঙ্গে বাড়বে উজ্জ্বলতা।