
সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মাহবুবুর রহমান মোহনের পিতা শহরের স্টেডিয়ামপাড়ার বিশিষ্ট সমাজসেবক মতিয়ার রহমান (৮০) গুরুতর অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক গ্রামের কাগজের চিফ রিপোর্টার এম.আইউব।
এদিকে, মতিয়ার রহমানের আশুরোগ মুক্তি কামনা করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি এবং নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ।
একইভাবে সুস্থতা কামনা করেছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এম. আইউব।
আরও বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির, সহসভাপতি ফিরোজ গাজী, সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধাক্ষ এমএ মানিকসহ সংগঠনের সদস্যরা।