বাঘারপাড়ার দরাজহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার উদ্বোধন
কাগজ সংবাদ:
Published : Tuesday, 27 October, 2020 at 6:53 PM
যশোরে বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে। প্রতিবছরই এই মৌসুমে হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে খেলার উদ্বোধন করেন দরাজহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক জালাল মোল্লা। সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও হা-ডু-ডু খেলার আয়োজক কমিটির সভাপতি লুৎফর মোল্লা। দরাজহাট পুরাতন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে খেলার আয়োজন করা হয়। এ বছর ১৬টি হা-ডু-ডু দল অংশ নিচ্ছে। খেলা দেখতে আশে-পাশের কয়েশ’ মানুষ অংশ নেন।