
শ্বশুর, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের জোরপূর্বক আটকে রাখার অভিযোগ করেছেন যশোর সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের ইকবাল হোসেন আকাশ নামে এক যুবক। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা হচ্ছেন, শ্বশুর ঝিকরগাছার লক্ষ্মীপুর গ্রামের ছামছুর উলামা, শাশুড়ি কামরুন্নাহার ও শ্যালক মেহেদী হাসান আবীর।
ফুলবাড়ি ডাকঘরের রানার পদে কর্মরত আকাশ অভিযোগে উল্লেখ করেছেন, ২০১১ সালে ঝিকরগাছার লক্ষ্মীপুর গ্রামের ছামছুর উলামার মেয়ে মহাসিনা আফরিন জুঁইয়ের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে নয় ও আড়াই বছর বয়সী দু’টি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির সদস্যরা তার স্ত্রীকে বিভিন্নভাবে কুপরামর্শ ও তালাক দেওয়ার জন্যে চাপ দেয়। এমনকি তাকে মারপিট ও হত্যার হুমকি দিয়ে আসছিল। এরমধ্যে এ বছরের মার্চ মাসে শাশুড়ির অসুস্থতার কথা জানালে তিনি দু’ ছেলে ও স্ত্রীকে নিয়ে ঝিকরগাছার শ্বশুর বাড়িতে যান। তখন ঈদের কথা বলে স্ত্রী-সন্তানকে তাদের বাড়িতে রেখে দেয়। অনেক দিন পার হলেও তাদের ফিরে আসতে বাধা দিচ্ছে শ্বশুর বাড়ির লোকজন। বারবার ফোন দিলেও রিসিভ না করে ব্লাকলিস্টে রেখে দেওয়া হয়েছে তার মোবাইল ফোন নাম্বার। অভিযুক্তরা যেকোনো সময় স্ত্রী, সন্তান ও তাকে ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আকাশ। তিনি স্ত্রী-সন্তানদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।