
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানকে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছ। করোনা প্রতিরোধ ও লকডাউনে হতদরিদ্র মানুষের পাশে থাকায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) তাকে এ সম্মাননা প্রদান করেছে। স্বর্ণপদক ও সম্মাননা স্মারক অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়ারম্যান আনিছুর রহমান।
স্বর্ণপদক পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, লকডাউনের সময় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাতের অন্ধকারে আট হাজার পরিবারের মধ্যে দু’ থেকে চারবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের মধ্যে করোনা প্রতিরোধ সরঞ্জামও বিতরণ করা হয়।