
যশোরে যুবমৈত্রীর সাবেক নেতা রাসেল খানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে যুবমৈত্রী সম্মেলন প্রস্ততি কমিটির উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৭টায় রাসেলের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন সম্মেলন প্রস্ততি কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, শেখ আলাউদ্দিন, রুহুল আমিন এবং সেতু।
পরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী যশোর জেলা কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়। শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে সভার শুরুতে প্রয়াত নেতার প্রতি দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। আলোচনায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর জেলা সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাসুদুর রহমান ও রুহুল আমিন।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় প্রকাশ্য দিবালোকে খুন হন রাসেল খান। এ হত্যাকান্ডের জন্যে যুবমৈত্রী বিএনপি ও জামায়াতের ক্যাডারদের দায়ী করে।