কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হোসেন (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়িতে ভ্যানের চার্জারের মেরামতের সময় বিদ্যুৎ¯পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।এলাকাবাসী জানায়, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের কসিম উদ্দিন সরদারের ছেলে সোহেল হোসেনের সকালে ভ্যান নিয়ে ভাটার কাজে যাওয়ার কথা ছিল। এ কারণে ব্যাটারি চালিত ভ্যান ও ভ্যানের চার্জার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
নিহতের বাবা কসিম উদ্দিন সরদার জানান, তার ছেলে সোহেল হোসেন নিজের ব্যাটারি চালিত ভ্যানের চার্জারের তার সুপারি কাটা জাঁতি দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তার অকাল মৃত্যুতে নিহত ভ্যানচালক সোহেল হোসেনের স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছিলেন, তখন পাশে ৮ বছরের মেয়ে ও ৪ বছর বয়সী শিশু পুত্রও মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।