
যশোর জেলা ক্রীড়া সংস্থার বক্সিং, বডি বিল্ডিং ও ভারোত্তলন পরিষদের প্রথম সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি মোহিত কুমার নাথের রেলরোডের দৈনিক প্রজন্মের ভাবনা অফিসে এই সভা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান ও একরামুল কবির সুমন, সদস্য সাঈদুজ্জামান মিঠু, শিমুল বিশ্বাস শিমু, শামীমা আক্তার আদুরী, অ্যাথলেটিকস পরিষদের সম্পাদক শ্রীনিবাস হালদার, জুডো, কুস্তি ও উশু পরিষদের সম্পাদক সৈয়দ আলী আনোয়ার।