
যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মোমিননগর সমবায় সমিতির রওশন আলী ভবনে অনুষ্ঠিত হয় এ সভা। ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন। ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, আসাদুজ্জামান আসাদ, কৃষি ঋণ পুনর্বাসন সম্পাদক রফিক আহমেদ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সহসম্পাদক কামরুজ্জামান মিলন, পৌর কমিটির সভাপতি আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু।