
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে দু’কেজি সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। এসময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক হাসান আলী যশোরের কেশবপুর উপজেলার চাদরা গ্রামের কফিলুদ্দিনের পুত্র ।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানাগেছে, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে বিজিবি কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের হাবিলদার নুরে আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দু’কেজি সোনার বার ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ হাসান আলীকে আটক করেন।
কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সীমান্তে চোরাচালান নির্মূলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।