
যশোরে হাঁস মারার অভিযোগ তুলে প্রতিবেশীরা এক বাড়িতে হামলা চালিয়ে মারপিট করেছে। এ সময় মোবাইল ভেঙ্গে ক্ষতি সাধন করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হচ্ছে, শহরের খড়কী রেল লাইন বস্তির উজ্জল হোসেন, বাবু, ম্যাগনেট মোড়ল, তার স্ত্রী নাছিমাসহ অজ্ঞাত আরো ৪/৫ জন।
যশোরের খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা বর্তমানে যশোর সেনা নিবাসের সিভিলিয়ান এসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার (সিএএসও) পদে কর্মরত মুন্সী খুররম হোসেন ২৭ অক্টোবর রাতে থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করেছেন, আসামিরা তাদের পাতিহাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে হামলা চালায়। তারা তার ছেলে আশেক মোহাম্মদ রুমিকে খোঁজাখুজির এক পর্যায়ে গালিগালাজ করে। রুমি প্রতিবাদ জানালে ম্যাগনেটের হুকুমে আসামিরা লাঠিসোটা দিয়ে মারপিট করে ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন আছাড় দিয়ে ভেঙ্গে ফেলে। আশেক মোহাম্মদ রুমির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।