
নানা অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বাঘারপাড়া উপজেলার রায়পুর স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এবার তাকে স্থায়ী বরখাস্তের অনুমতি চেয়ে যশোর শিক্ষাবোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটিতে আবেদন করা হয়েছে। প্রভাষক অমেলেন্দুর বিরুদ্ধে ২০১৮ সালে এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, কলেজের ছাত্রছাত্রীদের অহেতুক মারপিট ও এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত করা, গভর্নিংবডিকে অসম্মান করা, শিক্ষকদের মধ্যে গ্রুপিং তৈরি এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগ ওঠে। এসব অভিযোগে গত ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তার জবাব দেননি অমলেন্দু। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসাথে হাসান জাকীকে আহ্বায়ক এবং ইকবল হোসেন ও জসিম উদ্দিনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করে গভর্নিংবডি। প্রভাষক অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এবার তাকে স্থায়ী বরখাস্তের অনুমতি চেয়ে বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটিতে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অধ্যক্ষ কামরুজ্জামান জামাতকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে তাকেও স্থায়ী বরখাস্তের জন্যে যশোর শিক্ষাবোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটিতে আবেদন করা হয় গভর্নিংবডির পক্ষ থেকে।