
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো :পাটকল বন্ধ নয়, আধুনিকায়ন কর-খুলে দাও’ এসব শ্লোগানে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর সাহবে বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোটের রাজশাহী জেলা শাখা।
মানববন্ধন থেকে খুলনায় সমাবেশে পাটকল শ্রমিকদের উপর পুলিশী হামলা ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং পাটকল চালু করার দাবি জানানো হয়। এসময় মানববন্ধনে বাম গণতান্ত্রিক জোটের রাজশাহী জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।