
খুলনায় ইজিবাইকের ধাক্কায় সাখাওয়াত (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মহানগরীর সোনাডাঙ্গার সবুজবাগ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত সবুজবাগ এলাকার বাসিন্দা।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল ইসলাম বলেন, সবুজবাগ মসজিদের সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে ছুটে আসা ইজিবাইকটি সাখাওয়াতকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।