যশোরের বেনাপোল রাজগঞ্জ অভয়বাস গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ানশুটার গান ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এসব উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজগঞ্জ অভয়বাস গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দু’ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে,এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটকের জন্যে অভিযান চলছে।