
যশোরের আট নম্বর ওয়ার্ড কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে বেজপাড়ায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোল্লা বদরুদ্দোজা। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আলম মনির ও আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সহসম্পাদক কামরুজ্জামান মিলন, পৌর কৃষকলীগের সভাপতি এসএম আব্দুর রব,সহসভাপতি আবু হানিফ,সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু ও যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা। সম্মেলন পরিচালনা করেন আট নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন।