
রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়নের মাধ্যমে খুলে দেয়া ও আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী মণিরামপুর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গাজী আব্দুল হামিদ, আব্দুল মজিদ, পরিতোষ চন্দ্র দাস, সিরাজুল ইসলাম, জাহানারা মুক্তা, জালাল উদ্দিন, শান্তনুর চক্রবর্তি, দেবাশীষ রায়, মহিবুল্লাহ মহির এবং মিহির কান্তি।
একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে কেশবপুর উপজেলা বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর নেতারা। সংগঠনের উপজেলা সমন্বয়ক মফিজুর রহমান নান্নু নেতাদের পক্ষে স্মারকলিপিটি প্রদান করেন। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান স্মারকলিপিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।