
যশোরের বাঘারপাড়ায় যুদ্ধাপরাধী আমজাদ মোল্লার মামলার সাক্ষী ও তাদের স্বজনদের ওপর হামলা করা হচ্ছে। স্থানীয় একজন জনপ্রতিনিধির মদদে এই হামলা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে যশোর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জহির ও তার পরিবার যুদ্ধাপরাধী আমজাদ মোল্লার বিচার কাজে সহায়তা করায় সন্ত্রাসী লেলিয়ে এবং মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। জাপা নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতাকর্মী ও যুদ্ধাপরাধীদের আওয়ামী লীগে যোগদান করিয়ে দলের সুনাম নষ্ট করছেন ওই জনপ্রতিনিধি।
সংবাদ সম্মেলনে জাপা নেতারা অভিযোগ করেন, অ্যাডভোকেট জহুরুল হক জহিরকে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নিয়ে ওই জনপ্রতিনিধি বাঘারপাড়া এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রেখেছেন। তাদের বিরুদ্ধে একের পর মামলা দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জহির, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরণ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব শেখ মুকুল হোসেন, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বাঘারপাড়া উপজেলা যুব সংহতির সভাপতি সোলায়মান হোসেন ও বন্দবিলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন।