
করোনা নেগেটিভ সনদ নিয়ে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনের’ খবর সংগ্রহ করতে সংসদ ভবনে যেতে পারবেন সাংবাদিকরা। আগামী ৮ নভেম্বর থেকে এই অধিবেশন শুরু হবে।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ সাংবাদিকদের জানান, বিশেষ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের সুযোগ থাকবে। তবে কভিড-১৯ টেস্ট করতে হবে। ফলাফল নেগেটিভ এলেই মিলবে সংসদ অধিবেশনে প্রবেশ পাস। তিনি আরো জানান, আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। প্রতিটি সংবাদমাধ্যম থেকে একজন করে সাংবাদিককে কভিড-১৯ পরীক্ষা করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংসদের মিডিয়া সেন্টারে উপস্থিত থাকতে হবে।