
যশোরে আবাসন প্রতিষ্ঠান এসএইচ বিল্ডার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম হিরকের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা হয়েছে।
বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে তার বিরুদ্ধে দু' লাখ ৬৪ হাজার আটশ’ টাকার চেক ডিজঅনারের মামলাটি করেন শহরের শংকরপুরের আবু হোসেনের ছেলে আসাদ বিন হোসেন।
মামলায় বাদী আসাদ বিন হোসেন উল্লেখ করেন, তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স রাজ্জাক স্টিল হাউজ থেকে রফিকুল ইসলাম হীরক বাকিতে ক্রয় করেন। দেনা পরিশোধের কথা বলে গত ২৩ আগস্ট ইউসিবি ব্যাংক যশোর শাখার অনুকুলে দু' লাখ ৬৪ হাজার টাকার একটি তিনি। হীরক যে চেকটি দিয়েছিলেন তার নম্বর ৩৭৪১৬৪২ ও হিসাব নম্বর: ০০১১১০০০২৩৮৪।
চেকটি নিয়ে ওইদিন যশোর শাখার গেলে ব্যাংক কর্তৃপক্ষ ঐ হিসাবের অপর্যাপ্ত তহবিল ও চেকের স্বাক্ষরে গড়মিল থাকায় চেকটি ডিজঅনার করে আসাদকে ফেরত দেয়।
এরপর আসাদ বিন হোসেন ৩ সেপ্টেম্বর ২৮৮ নম্বর রেজিস্ট্রার ডাকযোগে রফিকুল ইসলাম হীরককে লিগ্যাল নোটিল প্রদান করেন। কিন্তু বিবাদী ডাক পিয়নের কাছ থেকে সে চিঠি গ্রহণ করেন না। এ কারণে ব্যবসায়ী আসাদ বিন হোসেন তার বিরুদ্ধে এ মামলাটি করেন।
১৩৮ ধারায় মামলাটি আমলে নিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।