
যশোর জেলা আওয়ামীলীগের সহসভাপতি হায়দার গনি খান পলাশ ও সাংবাদিক রিমন খানের বড় ভাই শামসের গনি খান ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছল। আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে শহরের ঘোপ পিলু খান সড়কের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শামসের গনি খান ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ আসর যশোর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, শামসের গনি খানের মৃত্যুর খবর শুনে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।