
শুক্রবার যশোর জিমনেসিয়ামে বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের উদ্যোগে মেয়েদের ছয় মাসব্যাপী ফ্রি সেলফ ডিফেন্স ও কারাতে ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু। কুংফু ও কারাতে পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারাতে পরিষদের সহসভাপতি প্রদীপ কুমার ঘোষ, আসাদুল হক আসাদ, এম.আর মোহন,
ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষক কামরুজ্জামান ও ফয়সাল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন কারাতে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান টুটুল। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক সেনসি এ.আই মিন্টু।
মেয়েদের জন্যে ছয় মাসব্যাপী ফ্রি কারাতে রেজিস্ট্রেশন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।