
যশোর জেলা ফুটবল রেফারি সমিতির সহসভাপতি শেখ মোহাম্মদ আলীর স্মরণে শুক্রবার কালেক্টরেট চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সহসভাপতি কাজী আনছারুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এবিএম সাহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ খুরশিদ মোঃ জাকির হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য সোহেল আল মামুন নিশাদ, সালাউদ্দিন দিলু প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর শেখ মোহাম্মদ আলী ইন্তেকাল করেন।