শনিবার যশোরে নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান,খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যশোরের একশ’ ছয়টি নমুনা পরীক্ষা করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৮৫। সুস্থ হয়েছে তিন হাজার নয়শ’ ৪১ জন। মারা গেছে ৪৮ জন।