২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর বেসরকারি ইলেকট্রিশিয়ান ইউনিয়ন আগামীকাল সোমবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিন পাইপপট্টির কার্যালয়ের সামনে থেকে সকাল ১০ টায় র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। এরপর ইউনিয়ন কার্যালয়ে কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সভাপতি বড়াই মোদক ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।