যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার শংকরপুরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষকলীগ সভাপতি জাহাঙ্গীর আলী। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা আনারুল ইসলাম, তোরাব আলী, আসাদুজ্জামান আসাদ, হাফিজুর রহমান, কামরুজ্জামান মিলনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাত নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।