
চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় যশোরে সন্ত্রাসী ভাইপো রাকিবসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। রাকিব শংকরপুর আলতাফ মোড়ের তৌহিদ কাজীর ছেলে। অন্য আসামিরা হচ্ছেন, চাঁচড়া রায়পাড়া এলাকার তৈয়ব আলীর ছেলে সাকিব হোসেন, ষষ্টিতলা এলাকার সেলিমের ছেলে মাহাবুব, আশ্রম রোড এলাকার কোমর উদ্দিনের ছেলে মিজান, বেজপাড়ার সিতাম উদ্দিন বিশ্বাসের ছেলে প্রশান্ত, পুলেরহাট এলাকার আলী আকবরের ছেলে ফারুক ও রায়পাড়া কয়লা পট্টির আক্কাস আলীর ছেলে বিল্লাল। চাঁচড়া ফাঁড়ির এস আই মাসুদুর রহমান তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন।
এর আগে চলতি বছরের ৬ সেপ্টেম্বর চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় বাদী উল্লেখ করেন, তার স্বামী ঢাকা থেকে ঈগলু আইসক্রিমের বিভিন্ন ধরনের পণ্য ঝিকরগাছায় বিক্রির অনুমতি নেন। এরমধ্যে আসামি মাহাবুব ঝিকরগাছায় পন্য বিক্রি শুরু করে। বিষয়টি বাদীর স্বামী কোম্পানিকে জানিয়ে দেয়। এই শত্রুতায় গত ৫ সেপ্টেম্বর দুপুরে আসামিরা বাদীর বাড়িতে এসে তার ছেলে জুয়েলকে খুঁজতে থাকে। একইসাথে তার কাছে দু’লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ওইদিন সন্ধ্যায় বাদীর ছেলে জুয়েল ও তার বন্ধু হাসানকে শংকরপুর এলাকায় পেয়ে জুয়েলকে হত্যার উদ্দেশ্যে ধারাল ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় তার পকেটে থাকা নগদ টাকাও হাতিয়ে নেয় আসামিরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।