বাঘারপাড়ার দাদপুরে ডিবিএস ফুটবল একাদশ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরজিৎ বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব প্রভাষক উজ্জ্বল বিশ্বাস, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক এম.শাহীন রেজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, বদিয়ার হোসেন, অজয় বিশ্বাস, খালিদ হোসেন প্রমুখ। খেলায় ডিবিএস ফুটবল একাদশ ও রঘুনাথপুর ফুটবল একাদশ অংশ নেয়।