
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার ড্রিম গার্ল ইন্টারন্যাশনাল বিউটি কেয়ার এন্ড স্পা যশোরকে নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে। যশোরের চৌরাস্তায় এ বিউটি সেলুনে এখন থেকে আন্তর্জাতিকমানের নানান সৌন্দর্য্য সেবা পাওয়া যাবে। চিত্রনায়িকা মৌমিতা মৌ প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে এই পার্লারের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাঞ্জু জন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ড্রিম গার্ল ইন্টারন্যাশনাল বিউটি কেয়ারের সত্ত্বাধিকারী বাঁশিরা মোরশেদ ও মারুফ মোরশেদ, যশোর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তনুজা রহমান মায়া, যশোর জেলা বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফা শওকত রূপা, ব্যবসায়ী আবিদা সুলতানা মুক্তি, নারী উদ্যোক্তা মুসলিমা খাতুন বিউটিসহ পার্লার কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।