
যশোর সরকারি এমএম কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আবদুল নঈম মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার রাতেই ঢাকায় তার দাফন সম্পন্ন হয়। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
আবদুল নঈম ১৯৪১ সালের ২ মে পশ্চিমবঙ্গের বারাসাতের অন্তর্গত দেগঙ্গা থানার চৌরাশী ইউনিয়নের রাজুকবেড় গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালের ৫ এপ্রিল তিনি এমএম কলেজে বাংলার অধ্যাপক হিসেবে যোগদান করেন। বিভিন্ন কলেজে শিক্ষকতা শেষে ১৯৯৬ সালে তিনি অবসরে যান। ১৯৬৪ সাল থেকে বিভিন্ন পত্রিকায় তার রচিত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ছন্দের উপর একাধিক গ্রন্থ রচনা করে সুনাম অর্জন করেন আবদুল নঈম। তার মধ্যে ‘বাঙলা ছন্দ’ ও ‘বাঙলা অঙ্কার’ বিশেষভাবে উল্লেখযোগ্য। রেডিও বাংলাদেশ খুলনায় দীর্ঘদিন চলা রম্য রচনা পাঁচুর পাঁচালির প্রকাশক তিনি। নিরবে নিভৃতে চলে যাওয়া এ শিক্ষা গুরুর তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রয়েছে।