
৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুথান দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা জাসদের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, সহসভাপতি শরীফ আহমেদ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, মাস্টার নূর ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবর, নূরজাহান মজিদ, মতিউর রহমান পপি প্রমুখ।
এদিকে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেশ, এনডিএফ যশোরের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস,সদস্য নাজমুল হোসেন প্রমুখ।