
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের হতে হবে অনুকরণীয়। আপনি যদি নিয়ম-নীতি মেনে বা কর্মের মাধ্যমে অনুকরণীয় না হতে পারেন, তাহলে আপনার অর্জিত শিক্ষা কোনো কাজে আসবে না’।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা: প্রেক্ষিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য উপরিউক্ত কথা বলেন।
কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, আমাদের বিশ্বাস, মেধা ও মনন চর্চার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করবে। এটা চর্চার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যেতে পারবে।
যবিপ্রবি এপিএ টিমের আহ্বায়ক অধ্যাপক ড. আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, বিশেষজ্ঞ সদস্য হিসেবে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফজলুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক (বাজেট) মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক (অডিট) রবিউল ইসলাম এবং যবিপ্রবির এপিএর ফোকাল পারসন মাহ্মুদুন্নবী।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরের নির্বাচিত ফোকাল পারসনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির সহকারী গ্রন্থাগারিক মেহেদী হাসান।